বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে নোট ভারবাল পাঠানো হয়। বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে, এটা ভারতকে জানানো হয়েছে ওই চিঠিতে। গত ২৩ ডিসেম্বর পররাষ্ট্র উপদষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।
তবে আজ পর্যন্ত সেই চিঠির কোনো উত্তর ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির কোনো উত্তর এখনো ভারত দেয়নি।’
রবিবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সমসাময়িক ইস্যুতে বিফ্রিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসসচিব এ কথা জানান।
কোনো উত্তর না দিলেও নোট ভারবালের পাওয়ার কথা স্বীকার করেছে ভারত। নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, ‘প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক নোট পেয়েছি।
এরপর এই মুহূর্তে এর সঙ্গে যুক্ত করার মতো আমার কাছে আর কোনো তথ্য নেই।’
এদিকে বাংলাদেশ সরকার ভারতের চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছে। ভারতের উত্তর পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা।
জুলাই ঘোষণাপত্রের বিয়ষে প্রেসসচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে খসড়া প্রস্তুত করা হবে।
তবে আলোচনা কবে নাগাদ শুরু হবে তার সুনির্দিষ্ট তারিখ এখনো ঠিক করা হয়নি।
এ সময় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের অগ্রগতি নিয়ে শফিকুল আলম বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি, পিবিআই ভালো কিছু করতে পারবে, উনারা প্রচুর শ্রম দিচ্ছেন।
’
ভারতীয় ভিসা বন্ধ থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যেতে বিকল্প কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, বুলগেরিয়া, রুমানিয়া, কাজাখস্তানের ভিসা নয়াদিল্লি বাদে বিকল্প কয়েকটি দেশ থেকে নেওয়ার অনুমোদন দিয়েছে দেশগুলো। এর আগে প্রধান উপদেষ্টা ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের অনুরোধ করেছিলেন।