ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হবে ট্রাম্প ক্ষমতায় এলে : জেলেনস্কি

ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হবে ট্রাম্প ক্ষমতায় এলে : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ ‘স্বাভাবিকের চেয়ে দ্রুত’ শেষ হবে।

ইউক্রেনীয় সংবাদমাধ্যম সাসপিলনেকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এদিন বলেন, ‘এটি নিশ্চিত, হোয়াইট হাউস পরিচালনা করতে আসা দলের নীতির কারণে যুদ্ধ দ্রুত শেষ হবে। এটি তাদের দৃষ্টিভঙ্গি ও নিজেদের নাগরিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি।’

তিনি আরো বলেন, ‘যুদ্ধ শেষ হবে, তবে সঠিক তারিখ আমরা জানি না।

জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তাদের টেলিফোন কথোপকথনে তিনি একটি ‘গঠনমূলক আলোচনা’ করেছেন। তিনি বলেন, ‘আমি এমন কিছু শুনিনি যা আমাদের অবস্থানের বিরুদ্ধে যায়।’

নির্বাচনী প্রচারণার পুরো সময়জুড়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনকে দেওয়া কয়েক বিলিয়ন ডলারের সহায়তার সমালোচনা করেছেন ট্রাম্প। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই সংঘাত ‘২৪ ঘণ্টার মধ্যে’ তিনি সমাধান করবেন, যদিও তিনি কখনোই ব্যাখ্যা করেননি, কিভাবে এটি করবেন।

শুক্রবার ফ্লোরিডার পাম বিচে তার মার-এ-লাগো রিসোর্টে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়া ও ইউক্রেন নিয়ে খুব কঠোর পরিশ্রম করব। এটি (যুদ্ধ) অবশ্যই থামাতে হবে।’

এদিকে ইউক্রেন আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের সমর্থন দুর্বল হয়ে পড়তে পারে, বিশেষ করে যখন তাদের সেনারা যুদ্ধক্ষেত্রে লড়াইয়ে হিমশিম খাচ্ছে। অথবা রাশিয়ার সঙ্গে ভূখণ্ড নিয়ে কোনো আপস করতে বাধ্য হতে পারে তারা।

More News...

সন্দেহভাজন ২৯ বাংলাদেশি আটক মণিপুরে সন্দেহভাজন ২৯ বাংলাদেশি আটক মণিপুরে

গাজায় আরও ৩৮ জন নিহত ইসরায়েলি হামলায়