কিম-পুতিন আবারও এক হয়ে মাঠে নামছেন

কিম-পুতিন আবারও এক হয়ে মাঠে নামছেন

গত জুনে উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সেই সময়ই তিনি ঘোষণা করেছিলেন একনায়ক কিম জং উনের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবেন তিনি। যার ফলে এবার দুই দেশের কোনওটির উপরে হামলা হলে অন্য দেশটি পাশে দাঁড়াবে।

অবশেষে স্বাক্ষরিত হলো সেই চুক্তি। যে চুক্তিতে দুদেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা বিধানের কথা উল্লেখ্য রয়েছে। আর এই চুক্তিকে সামনে দেখিয়েই ইউক্রেন যুদ্ধে এক হয়ে মাঠে নামছেন কিম-পুতিন। শনিবার মস্কোর প্রকাশিত এক ডিক্রিতে এমনটি জানানো হয়েছে।

পিয়ংইয়ংয়ে একটি শীর্ষ বৈঠকের পর গত জুন মাসে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। যা চলতি সপ্তাহে অনুমোদন দিয়েছে রাশিয়ার উচ্চকক্ষ।

এর আগে নিম্নকক্ষ চুক্তিটির অনুমোদন দিয়েছিল গত মাসে। এই চুক্তির ফলে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করবে। যা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আরও শক্তিশালী করবে।

More News...

সন্দেহভাজন ২৯ বাংলাদেশি আটক মণিপুরে সন্দেহভাজন ২৯ বাংলাদেশি আটক মণিপুরে

গাজায় আরও ৩৮ জন নিহত ইসরায়েলি হামলায়