নওগাঁর পোরশা সীমান্তের শিতলীঘাট এলাকার ভড়কা দাঁড়া এলাকা থেকে ভারতীয় বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে।
আটকৃতরা হলেন উপজেলার নিতপুর শিতলীঘাট বড়পুকুর গ্রামের মইমুদ্দিনের ছেলে সানাউর (৩৫) ও একই এলাকার শিতলী গ্রামের সাইফুলের ছেলে সম্ভু (২০)।
আরো পড়ুন
সীমান্তে ফেলানীর মতো আর কাউকে ঝুলতে দেখতে চাই না : সারজিস
সীমান্তে ফেলানীর মতো আর কাউকে ঝুলতে দেখতে চাই না : সারজিস
স্থানীয়রা জানায়, সানাউর ও সম্ভুসহ কয়েকজনের একটি দল ভারত থেকে গরু নিয়ে আসার জন্য মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বুধবার ভোরে তারা গরু নিয়ে ফিরে আশার সময় ভোর আনুমানিক ৪টার দিকে সীমান্তের ২৩০নং মেইন পিলারের বাংলাদেশের শিতলীঘাট এলাকায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে ৮৮ হরিসচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ এর টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে।
এ সময় অন্যরা পালিয়ে গেলেও তারা সানাউর ও সম্ভুকে আটক করে নিয়ে যায়।
১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার মুনসেদ আলী জানান, এ বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ বা যোগাযোগ করেনি। তবে তারা সীমান্তের ওপারে রয়েছেন। বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে যোগাযোগ করছেন বলে জানান।