শাহজাহান ওমর বিএনপি ছাড়ার কারণ জানালেন

শাহজাহান ওমর বিএনপি ছাড়ার কারণ জানালেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা থেকে অনলাইনে এই মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ কারণে সন্ধ্যায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তবে শাহজাহান ওমরের দাবি, তিনি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

আওয়ামী লীগে যোগদানের কারণসহ সার্বিক বিষয় তুলে ধরতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন শাহজাহান ওমর। সেখানে বিএনপি ছাড়ার কারণ তুলে ধরে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়ে দিয়েছেন। তাছাড়া জিয়াউর রহমানের রাজনীতি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি আরও উন্নত। তাই নৌকার হয়ে ভোট করব।

এর আগে গতকাল বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান শাহজাহান ওমর। এরপর আজ বৃহস্পতিবার আওয়ামী লীগে যোগ দেন তিনি।

শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসন থেকে একাধিকবারের সংসদ সদস্য এবং বিএনপি সরকারের সাবেক আইন প্রতিমন্ত্রী ছিলেন।

More News...

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

মেট্রো শুক্রবার ভিন্ন সূচিতে চলবে , ২০ সেপ্টেম্বর থেকে শুরু