গ্যাবনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন জেনারেল এনগুয়েমা

গ্যাবনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন জেনারেল এনগুয়েমা

আগামী সোমবার মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পদে শপথ নিচ্ছেন জেনারেল ব্রিস ওলিগুই এনগুয়েমা। কয়েকদিন আগে অভ্যুত্থান ঘটিয়ে দেশটির ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

গত বৃহস্পতিবার তেলসমৃদ্ধ দেশ গ্যাবনের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন সরকারের মুখপাত্র কর্নেল উলরিচ মানফৌম্বি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী সোমবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পদে শপথ নিতে পারেন জেনারেল ব্রিস ওলিগুই এনগুয়েমা। দেশে ও বিদেশে সব প্রতিশ্রুতিকে সম্মান করবে সামরিক বাহিনী।

প্রসঙ্গত, গত বুধবার অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর একটি দল। ওই অভ্যুত্থানে দেশটির প্রেসিডেন্ট আলী বঙ্গ অন্দিম্বার নেতৃত্বাধীন ফ্রান্সপন্থি সরকারের পতনের ঘোষণা দেয় সেনাবাহিনীর দলটি। এতে গ্যাবনের ৫৫ বছরের বঙ্গ পরিবারের শাসন উৎখাতের ঘটনা ঘটে।

আগামী সোমবার সাংবিধানিক আদালতে জেনারেল ব্রিস ওলিগুই এনগুয়েমার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তি ও নিরাপত্তা পরিষদ গ্যাবনের অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে করণীয় নির্ধারণে এইউ নেতারা শিগগিরই আলোচনায় বসবেন।

সাবেক ফরাসি উপনিবেশ গ্যাবন আফ্রিকার অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। তাই এই দেশটির ক্ষমতা দখল নিয়ে ব্যাপক বিশৃংখলার সৃষ্টি হয়।

আলী বঙ্গর উৎখাতের মধ্য দিয়ে দেশটিতে তার পরিবারের ৫৫ বছরের ক্ষমতার অবসান ঘটেছে। বঙ্গ পরিবারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে অসন্তোষ বিরাজ করছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো একাধিক বিষয় নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে এই প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে।

বুধবার সেনাবাহিনীর দলটি ঘোষণা দিয়ে জানায়, তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন এবং প্রেসিডেন্ট আলী বঙ্গ অন্দিম্বাকে গৃহবন্দি করেছেন। গ্যাবনে বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সামরিক বাহিনী ওই নির্বাচনে বিশ্বাসহীনতার অভিযোগ তুলে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে।

More News...

সন্দেহভাজন ২৯ বাংলাদেশি আটক মণিপুরে সন্দেহভাজন ২৯ বাংলাদেশি আটক মণিপুরে

গাজায় আরও ৩৮ জন নিহত ইসরায়েলি হামলায়