বিশ্বকাপ বাছাইপর্বের ভেন্যুতে অগ্নিকাণ্ড

বিশ্বকাপ বাছাইপর্বের ভেন্যুতে অগ্নিকাণ্ড

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে জিম্বাবুয়েতে। দেশটির হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচগুলো।

মঙ্গলবার আগুনে পুড়ে বিশ্বকাপ বাছাইপর্বের এই ভেন্যু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় গ্যালারি তথা সাউথ-ওয়েস্ট স্ট্যান্ড।

তবে ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেওয়ায় মাঠ ক্ষতিগ্রস্ত হয়নি। অগ্নিকাণ্ডের পর আইসিসির নিরাপত্তা দলকে নিয়ে ভেন্যুটি পরিদর্শন করে জিম্বাবুয়ে ক্রিকেট। এই ভেন্যুতেই বিশ্বকাপ বাছাইপর্বের বাকি ম্যাচগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আইসিসি।

এই ভেন্যুতে বিশ্বকাপ বাছাইপর্বের এখনো বাকি রয়েছে সাতটি ম্যাচ। গ্রুপ পর্বের তিনটি ও সুপার সিক্সের চারটি ম্যাচ। ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

More News...

সাফ জয়ী ফুটবলাররা প্রধান উপদেষ্টার কাছে যা চাইলেন

জয়-মুশফিকের লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ