কিছুদিন ধরে দেশে ডেঙ্গু সংক্রমণের প্রভাব বেড়ে চলেছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ডেঙ্গু সংক্রমণ থেকে মুক্ত থাকতে হলে সজাগ ও সতর্ক থাকতে হতে হবে। সবাইকে মশার কামড় থেকে মুক্ত থাকতে হবে।’ আজ রোববার (৭ মে) রাজধানীর একটি হোটেলে বিশ্ব টিকাদান সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মুহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বের অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. বরদান জুং রানা।
ডেঙ্গু প্রতিরোধে নিজ-নিজ বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাসাবাড়ির ছাদ, আঙিনায় যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
বিশ্ব টিকাদান সপ্তাহের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে প্রতি বছর দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়। এসব টিকা ১০টি অসুখের প্রতিষেধক হিসেবে কাজ করে। বর্তমানে দেশের ৯৫ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে। আর নারীদের মধ্যে টিকার হার ৮০ শতাংশ।’