ইউক্রেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেটি কৃষ্ণসাগরের তীরের রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের শহর ফেদোসিয়ায় ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার নিযুক্ত ক্রিমিয়া প্রশাসনের প্রধান সের্গেই আকসিয়ানভ এমন দাবি করেছেন।
এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেছেন, ইউক্রেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ফেদোসোতে ভূপাতিত করা হয়। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।