ঢাকা ও প্যারিসের মধ্যে প্রথম রাজনৈতিক সংলাপ হবে আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)।
২০২২ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও শেখ হাসিনা সিদ্ধান্ত নেন যে ঢাকা ও প্যারিসের মধ্যে নিয়মিত রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে। ওই সিদ্ধান্তের আলোকে দুই দেশের মধ্যে প্রথম সংলাপ হবে আজ।
সংলাপে রাজনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা‑যেমন অর্থনৈতিক, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। এছাড়া রোহিঙ্গা সমস্যা, ইউক্রেন যুদ্ধ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রথম সংলাপে আমাদের উদ্দেশ্য থাকবে গত নভেম্বরে শীর্ষ সফরে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেটির বাস্তবায়ন কতটুকু হয়েছে এবং বাকি সিদ্ধান্তগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়।
বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আইসিটি, কৃষি খাত এবং মহাশূন্য ও মহাকাশ প্রযুক্তি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, আমাদের চেষ্টা থাকবে পরের সংলাপ আরও উচ্চ পর্যায়ে আয়োজন করার।