ওমরাহ হজ করতে মক্কায় পূর্ণিমা

ওমরাহ হজ করতে মক্কায় পূর্ণিমা

বিয়ের পর ঘরনি হয়ে উঠেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। হানিমুন শেষে দেশে ফিরে অংশ নিয়েছিলেন নতুন সিনেমার শুটিংয়ে। এরপর অবকাশ যাপন শেষে এবার ওমরাহ পালনের উদ্দেশ্যে পরিবারসহ সৌদি আরবে গেছেন এই নায়িকা।

মক্কা থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরটি দিয়েছেন পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন। শুক্রবার (২৫ নভেম্বর) একটি ছবি পোস্ট করে রবিন জানান, তারা নিরাপদভাবে মদিনায় গিয়ে পৌঁছেছেন। ছবিতে তার সঙ্গে দেখা গেলো পূর্ণিমা ও তার কন্যা উমাইজাকে।

এরপর শনিবার (২৬ নভেম্বর) মসজিদে নববী থেকে একটি ছবি শেয়ার করেন রবিন। সেখানে তার বাহুডোরে রয়েছেন পূর্ণিমা। ধারণা করা হচ্ছে, মদিনার পর মক্কায় গিয়ে তারা ওমরাহ পালন করবেন।

এদকে পূর্ণিমা নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে মদিনা সফরের একাধিক মুহূর্ত শেয়ার করেছেন। সেখান থেকে জানা গেলো, শুধু স্বামী-সন্তান নয়, পরিবারের আরও কয়েকজন সদস্য রয়েছেন তাদের সঙ্গে।

স্বামী-সন্তান নিয়ে পূর্ণিমার মক্কা-মদিনা সফরের খবর শুনে উচ্ছ্বসিত নায়িকার ভক্তরাও। তারা এই দম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন। পূর্ণিমা-রবিন ওমরাহ সেরে কবে নাগাদ দেশে ফিরবেন, তা অবশ্য এখনও জানা যায়নি।

More News...

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৮ কোটি ২১ লাখ টাকা

শায়খ আহমাদুল্লাহ সরকারি টাকায় হজ বন্ধ চেয়ে যা বললেন