বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা: ইয়াফেস ওসমান

বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা: ইয়াফেস ওসমান

বঙ্গবন্ধুর ভাবনা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান৷

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার পরমাণু শক্তি কেন্দ্র গবেষণাগারে ২০২১-২০২২ অর্থবছরে সম্পাদিত গবেষণা প্রবন্ধগুলোর মধ্যে শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধ উপস্থাপন এবং পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইয়াফেস ওসমান এ কথা বলেন ৷

পরমাণু শক্তি কেন্দ্রের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয় বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. আজিজুল হক।

প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী প্রতিযোগীতামূলক গবেষণায় অংশ নেওয়ার জন্য বিজ্ঞানীদের উচ্চসিত প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো কার্যকর গবেষণা কাজ করে জাতিকে উপকৃত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।

More News...

নতুন ‘সৌরজগতের’ সন্ধান নতুন ‘সৌরজগতের’ সন্ধান

সংশোধন হচ্ছে আইসিটি আইন, সংসদে উঠছে সেপ্টেম্বরে সংশোধন হচ্ছে আইসিটি আইন, সংসদে উঠছে সেপ্টেম্বরে