নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঔষধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।
সোমবার (১৭ এপ্রিল ) দুপুর ১টা ৪৫মিনিটের দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকলি এলাকার ওরিয়ন ইনফিউশন নামক একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, মৈকুলী এলাকার ওরিয়ন ইনফিউশন লিমিটেড নামের একটি স্যালাইন তৈরি কারখানার ক্লিন রুমের থেকে দুপুরে আগুন দেখতে পায় এসময় কারখানায় কাজ করা চারজন শ্রমিক ছুটাছুটি করে আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটপ্রায় আড়াই ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনী জানান, আগুনের খবর পেয়ে ডেমড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট 3টার দিকে 2ঘনটা 20 মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। হতাহতের কোন ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি বিষয়টি তদন্তের পর বলা যাবে