২০২২ সালের সেপ্টেম্বরে ছয়টি সুখোই-৩০ এসএমই যুদ্ধবিমান সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল রাশিয়া ও মিয়ানমার। সেই মতে, রাশিয়ার কাছ থেকে দুটি সুখোই-৩ যুদ্ধবিমানের প্রথম চালান পেলো মিয়ানমার। রোববার দেশটির বাণিজ্যমন্ত্রী চার্লি থান এ তথ্য জানিয়েছেন।
ইস্টার্ন ইকোনমিক ফোরামের সাইডলাইনে রুশ বার্তা সংস্থা আরআইএ-কে থান বলেছেন, ‘দুটি বিমান ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে।’
রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক রোসোবোরোনএক্সপোর্ট এর মতে, সুখোই-৩০ এসএমই হচ্ছে একাধিক কাজ সম্পাদানকারী যুদ্ধবিমান। এটি শত্রুর বিমানকে লক্ষ্যবস্তু বানানো, বায়বীয় পুনর্গঠন, যুদ্ধে মোতায়েন এবং পাইলট প্রশিক্ষণের জন্য ডিজাইন করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, মিয়ানমারের সামরিক শাসকদের জন্য রাশিয়ার সমর্থন অগ্রহণযোগ্য এবং অস্থিতিশীল। মিয়ানমারে অস্ত্র সরবরাহ সংঘাতে উস্কানি দেওয়ার মাধ্যমে দেশটির জন্য বিপর্যয়কর হয়ে উঠেছে।