রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য এবং স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেফতার

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য এবং স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেফতার

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য এবং স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজকে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী জেলার বিনোদপুর গ্রামের মৃত আতিয়ার রহমান মুন্সির ছেলে। বুধবার (৩০ অক্টোবর) রাতে রাজবাড়ী শেরে বাংলা গার্লস স্কুলের সামনে রেল কোয়ার্টারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে গত ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা ছাত্রলীগ সভাপতি মো. শাহিন শেখসহ ১৭০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে আক্রমণ চালানো হয়, বোমা নিক্ষেপ ও গুলি বর্ষণ করা হয়। এতে সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার ও রিয়াজসহ বহু আন্দোলনকারী আহত হন।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, মামলার তদন্তে হাফিজুর রহমান হাফিজের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

More News...

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির লুটিয়েন্সে বাংলোতে আছেন

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বললেন