মার্কিন ব্যাংকিং খাত ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে

মার্কিন ব্যাংকিং খাত ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে

যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের মুখে পড়া ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার (১৭ মার্চ) তিনি মার্কিন কংগ্রেসের প্রতি এই আহ্বান জানান।

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘যে সমস্ত কর্মকর্তাদের অব্যবস্থাপনা এবং অতিরিক্তি ঝুঁকি নেয়ার কারণে ব্যাংকগুলো ব্যর্থতার মুখে পড়েছে তাদের জবাবদিহি করতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ওই কর্মকর্তাদের জরিমানা করা উচিত। এমনকি ব্যাংক খাত থেকেই তাদের নিষিদ্ধ করা উচিত। যাতে তারা অন্য কোনো ব্যাংকে গিয়েও আর চাকরি করতে না পারেন।’ তার মতে, ‘যাদের হাত ধরে একটি ব্যাংক ব্যর্থতার মুখে পড়েছে, তারা অন্য ব্যাংকে গেলেও সেই একই ক্ষতি করবেন।’

২০০৮ সালের পর সবচেয়ে ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে মার্কিন ব্যাংকিং খাত। মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশটির দুটি বড় ব্যাংক বন্ধ হয়ে গেছে। গত ১০ মার্চ দেউলিয়াত্বের কারণে প্রথমে বন্ধ করে দেয়া হয় স্টার্টআপ ব্যবসায় শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। এরপর ১২ মার্চ আস্থার সংকটে ভুগতে থাকা নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংকও বন্ধ করে দেয়া হয়।

আমেরিকায় ব্যাংকিং শিল্পের ওপর প্রবিধান আরোপ করার ক্ষমতা রয়েছে কংগ্রেসের। ২০০৮ সালের বিপর্যয়ের দুই বছর পর মার্কিন আইনপ্রণেতারা ওয়াল স্ট্রিট সংস্কার আইন পাস করেন।

বাইডেন বলেন, ‘কংগ্রেসকে অবশ্যই ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাদের অব্যবস্থাপনা তাদের প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ করেছে।’

এক টুইটে বাইডেন বলেন, ‘যখন সিলিকন ভ্যালি এবং সিগনেচার ব্যাংক ব্যর্থতার মুখে পড়ে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, যাতে পুরো ব্যাংকিং সিস্টেম ভেঙে না পড়ে। এখন কংগ্রেসকে অবশ্যই এমন ব্যবস্থা নিতে হবে যাতে ব্যাংক কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় আসেন।’

More News...

কিছু দেশ ট্রাম্পের মিত্র ইলন মাস্ককে নিয়ে উদ্বিগ্ন

ইউক্রেনের নতুন আক্রমণ কুরস্কে