মেক্সিকোর সীমান্তবর্তী একটি বারে আগুন লাগানোর ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সময় শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী সান লুইস রিও কলোরাডোতে এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এক মাতাল যুবক বিয়ার হাউস বারে একটি মোলোটভ ককটেল ছুড়ে ফেলে। এর আগে নারীদের হয়রানির অভিযোগে তাকে বার থেকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে।
শনিবার বিকেলে সান লুইস রিও কলোরাডোর মেয়র টুইট করে বলেছেন, একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
সোনোরা রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দফতর এক বিবৃতিতে বলেছে, আগুনে সাতজন পুরুষ ও চারজন নারীর মৃত্যু হয়েছে এবং আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, একজন যুবক সেই বারে নারীদের অসম্মান করেছিলেন এবং পরে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্তকে বিচারের আওতায় আনা হবে। সোনোরাতে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।