ভারতের ৯ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা

ভারতের ৯ উইকেট হারিয়ে  দ্বিতীয় ইনিংস ঘোষণা

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ রানে অল আউট হওয়ার পর ব্যাট করতে নেমে ভারত পেয়েছিল দুর্দান্ত সূচনা। দুই ওপেনার রোহিত শর্মার আর যশ্বসী জয়সোয়াল প্রথম ৩ ওভারেই স্কোরবোর্ডে তুলেন ৫১ রান। এরপর বাকি ব্যাটাররাও খেলেছেন আগ্রাসী ভঙ্গিতে। ফলে টাইগারদের সংগ্রহ পেরিয়ে লিডের দেখা পায় স্বাগতিকরা। এদিকে সাকিব আল হাসান আর মেহেদী মিরাজের স্পিন ঘূর্ণিতে ভারত ২৮৫ রান করতেই হারিয়েছে ৯ উইকেট। ৫২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা।

ব্যাট করতে নেমে ভারতের সব ব্যাটারই আজ হাত খুলে খেলেছেন। শুরুতে রোহিত-জয়সোয়াল তো খেলেছে একেবারে মারকুটে ভঙ্গিতে, রোহিত ফেরার পর জয়সোয়াল কিছুটা খোলসে ঢুকলেও যতক্ষণ ক্রিজে ছিলেন, খেলেছেন টি-টোয়েন্টি মেজাজে। ৩১ বলে ফিফটি ছোঁয়া এই ওপেনার আউট হয়েছেন ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলে।

এরপর পন্ত আউট হয়েছেন কেবল ৯ রান করে, এছাড়া শুবমান গিল, বিরাট কোহলি খেলেছেন ওয়ানডে মেজাজে। গিল ৩৬ বলে ৩৯ রান করে সাকিবের শিকার হয়ে আউট হন। এরপর পন্তকে সাজঘরের পথ দেখান সাকিব।

ভারতের হাল ধরেছিলেন লোকেশ রাহুল এবং কোহলি। এ দুজনও দ্রুত রান তোলায় মনোযোগী ছিলেন, ৩৩ বলে ফিফটির দেখা পান রাহুল, কোহলিও ছিলেন ফিফটির দৌড়ে। তবে তাকে ফিরতে হয়েছে সাকিবের শিকার হয়ে। ব্যক্তিগত ৪৭ রানে তিনি সাকিবের বলে বোল্ড হন। অবশ্য কোহলি ফেরার আগেই বাংলাদেশের সংগ্রহ পেরিয়ে লিডের দেখা পায় ভারত।

এদিকে কোহলি ফেরার পর আর খুব বেশি এগোতে পারেনি স্বাগতিকরা। দলীয় ২৬৯ রানে রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পর স্কোরবোর্ডে আর ১৬ রান তুলতেই আরও ৩ উইকেট হারালে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন রোহিত।

More News...

সাফ জয়ী ফুটবলাররা প্রধান উপদেষ্টার কাছে যা চাইলেন

জয়-মুশফিকের লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ