বঙ্গবন্ধুর ভাবনা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান৷
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার পরমাণু শক্তি কেন্দ্র গবেষণাগারে ২০২১-২০২২ অর্থবছরে সম্পাদিত গবেষণা প্রবন্ধগুলোর মধ্যে শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধ উপস্থাপন এবং পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইয়াফেস ওসমান এ কথা বলেন ৷
পরমাণু শক্তি কেন্দ্রের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয় বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. আজিজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী প্রতিযোগীতামূলক গবেষণায় অংশ নেওয়ার জন্য বিজ্ঞানীদের উচ্চসিত প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো কার্যকর গবেষণা কাজ করে জাতিকে উপকৃত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।