বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

টাঙ্গাইলের বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-জামালপুর সড়‌কের ধনবাড়ি উপ‌জেলার বা‌ঘিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- বাঘিল উচ্চ বিদ্যালয়ের ৭ শ্রেণির শিক্ষার্থী রশ্মি ও বিথী, গোপালপুরে হাদিরা এলাকার মোস্তফা এবং নরিল্লা বাঘিল এলাকার হাকিম। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ধনবা‌ড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইন জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস দুপুর পৌনে একটার দিকে উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জন মারা যান। এ ঘটনায় অন্ততপক্ষে আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার ক‌রে স্থানীয়রা প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘাতক বাস‌টি আটক করা হ‌য়ে‌ছে।

More News...

উদ্যোক্তা গ্রুপের সহায়তায় যশোর শীতবস্ত্র বিতরণ

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করছেন, নিউজ ফেয়ার সম্পাদক টি.এ.কে আজাদ।