বাগমারা প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষে বড়বিহানালী ইউনিয়নে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ রা জানুয়ারী ২০২৪) বিকাল ৪ টার উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বড়বিহানালী মাঠ হয়ে হিন্দুপাড়া মোড় হইতে খালিশপুর বাজারে বড়বিহানালী ইউনিয়নের আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এলাকার হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতে মিছিলটি বড়বিহানালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে খালিশপুর বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খালিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হন। বড়বিহানালী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব ডাঃ সোলাইমান আলী হিরু সভাপত্বিতে ও বড়বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ ইয়াছিন আলী সরদার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্যে রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের তিনবারের সাবেক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এবং বাগমারা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ জলিল। এ সময় উপস্তিত ছিলেন, বড়বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ জোনাব আলী, সাবেক ইউপি সদস্য মোঃ আবু বক্কর সির্দ্দিক, মোঃ সামিউল ইসলাম শিশির, মোঃ মাসুদ রানা, মোঃ মকলেছুর রহমান, মোঃ আঃ মালেক প্রামানিক, মোঃ আতাউর রহমান, প্রমুখ।