বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন পরিষদ চত্বরে চার শতাধিক শীতার্ত ও গরীব অসহায় ছিন্নমূল মানুষের মাঝে উক্ত ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম কম্বল বিতরণ করেন।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় কম্বল বিতরণ করা হয়।
জানা যায়, শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া ঝিকরা ইউপি চেয়ারম্যান সরকারী অর্থায়নে কম্বল বিতরণ করা হয়।
ইউপি চেয়রাম্যান রফিকুল জানান, দরিদ্র শীতার্ত মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুর কণ্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া ৪০০’টি সরকারী’ কম্বল বিতরণ করেছি।
তিনি আরও জানান, ইউনিয়নের ৯ টি ওয়ার্ড গরীব অসহায় ও ছিন্নমূল শীতার্তদের খুঁজে এ সকল কম্বল দেয়া হয়েছে।
উক্ত কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন-ঝিকরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য,উক্ত ইউনিয়ন পরিষদের সচিব মোঃ তৈয়বুর রহমান, সহকারী সচিব মোঃ মানিক মাহমুদ, ইউনিয়ন পরিষদের গ্রাম- পুলিশ প্রমুখ।