বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিচালনা কমিটির প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ডাসকোর উদ্যোগে ঝিকরা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে উক্ত সভায় ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরিচালনা কমিটির সভাপতি -মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ডাসকোর বাগমারা প্রতিনিধি শরিফুল ইসলামের পরিচালনায় উক্ত প্রশিক্ষণ অনুষ্টান পরিচালনা করেন ডাসকো এলাকা সমন্বয়কারী মোছাঃ এ্যানি-নকরেক,ঝিকরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা কমিটির দায়িত্ব ও কক্তব্য বিয়য় আলোচনা সভা অনুুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় পরিবার কল্যাণ কেন্দ্রে পরিচালনা কমিটির দায়িত্ব কক্তব্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। ঝিকরা ইউপি চেয়ারম্যান -মোঃ রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। এ সময়র আরো বক্তব্য রাখেন ঝিকরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সাকমো ও পরিচালনা কমিটির সদস্য সচিব -মোঃ মোজাম্মেল হক।ঝিকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া। এ সময় আরো উপস্তিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা কমিটির সহ- সভাপতি সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ নাছিমা বিবি, মোছাঃ শান্তি বিবি, মোছাঃ মোরশেদা বিবি, মোঃ রফিকুল ইসলাম, মোছাঃ রাবিয়া খাতুন, মোছাঃ রেজিয়া পারভিন, মোছাঃ রেখা বিবি, মোঃ রনি ইসলাম, মোছাঃ সাদিয়া আক্তার, মোঃ রেজাউল করিম, মোঃ রহিদুল ইসলাম, মোছাঃ ফরিদা বিবি, সহ-ঝিকরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা কমিটির ১৭ জন সদস্য উপস্তিত ছিলেন। উক্ত প্রশিক্ষণ শেষে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দের বার্ষিক পরিকল্পনা করা হয়।