বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ শে ফেব্রুয়ারী ২০২৪) সকাল ১০ টার সময় উপজেলার ঝিকরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়।
‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নের জন্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অধীনে গরীব, অসহায় ১৪৩ জন ভি.জি.ডি কার্ডধারীদের চাউল বিতরণ করা হয়েছে। ২০২২ ও ২০২৩ চক্র মাসিক বরাদ্দ প্রতি কার্ডে ৩০ কেজি খাদ্য শস্য বিতরণ অনুষ্টানে ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের তিনবারের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি ও ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সচিব মানিক মাহমুদ এর পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন,মোঃ নাসির উর্দ্দিন ট্রেইনার (v w b) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। এসময় ঝিকরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কায়েম ফৌজদার, মোঃ ইয়াহিয়া আল- মামুন, মহিলা সদস্য মোছাঃ মোরশেদা বিবি, মোছাঃ শান্তি বিবি, মোঃ মিলন হোসেন, গ্রাম পুলিশ, গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।