বলিউড অভিনেতা নীতিন চৌহান আত্মহত্যা করেছেন

বলিউড অভিনেতা নীতিন চৌহান আত্মহত্যা করেছেন

ভারতের টেলিভিশন অভিনেতা নীতিন চৌহান মারা গেছেন। যিনি রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জয়ের পর ব্যাপক পরিচিতি পান।৩৫ বছর বয়সী এই অভিনেতা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। অভিনেতার মৃত্যুতে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে।

নীতিনের বন্ধু কুলদীপ টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, “নীতিনের চলে যাওয়ার খবর আমরা সকালে জানতে পারি। তার বাবা ও বোন আমাকে ফোন করে জানান নীতিন মারা গেছেন। মৃত্যুর কারণ আত্মহত্যা বলেই উল্লেখ করেছেন। তা শুনে আমি খুব অবাক হয়েছি। কারণ, আগামী মাসেই দিল্লিতে আসার কথা ছিল তার। আমাদের একসঙ্গে খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল।”

কুলদীপ আরও বলেন, “গত মাসে নীতিন রাজস্থান যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং তিনি প্রায়ই আমাদের সাথে দেখা করতে আসতেন। তার সাথে আমাদের অনেক স্মৃতি রয়েছে। এখন আমরা তার পরিবারের সাথে আছি। তার বাবা মুম্বাইয়ে এসেছেন মরদেহ দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য।”

নীতিনের এই বন্ধু আরও জানিয়েছেন, তার এমন কোনো মানসিক চাপের কথা জানা ছিল না, যা তাকে এই সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে।

“তিনি যদি আমাকে একবার ফোন করতেন বা জানাতেন আমি তাকে থামানোর চেষ্টা করতাম। তার আর্থিক কোনো সমস্যা ছিল না।”

এদিকে নীতিন চৌহানের মৃত্যতে তার আত্মার শান্তি কামনা করে ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট করেন তার বন্ধু, অভিনেতা সুদীপ সাহির। লেখেন, ‘বন্ধু, শান্তিতে বিশ্রাম নিন’।

অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী বিভূতি ঠাকুর। তিনিও নিজের ইনস্টাগ্রামে নীতিনের সঙ্গে একটা ছবি শেয়ার করে লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন, আমার প্রিয়। আমি সত্যিই মর্মাহত এবং দুঃখিত।’

নীতিন চৌহানের জন্ম উত্তর প্রদেশের আলিগড়ে। ‘জিন্দেগি ডট কম’, ‘স্প্লিটসভিলা ৫’, ‘সুপারকপস ভার্সেস সুপারভিলেন্স’, ‘ক্রাইম পেট্রোল’ এবং ‘ফ্রেন্ডস’ র মতো সিরিজেও দেখা গিয়েছিল তাকে।

সর্বশেষ তিনি ২০২২ সালে ‘তেরা ইয়ার হুঁ’তে অভিনয় করেছিলেন।

More News...

নোরাকে বলিউডে পরবর্তী ক্যাটরিনা হতে বাজে প্রস্তাব দেওয়া হয়েছিল

মুখ খুললেন নিমরত- অভিষেকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে