ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য প্রায় ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। চলতি অর্থবছরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তেল কিনতে এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান এ তথ্য জানান।
অতিরিক্ত সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ (+৫%) লিটার সয়াবিন তেল কেনা হবে।
সুপার অয়েল রিফাইনারজ লিমিটেডের কাছ থেকে কেনা হবে এই তেল। সয়াবিন তেল কিনতে ব্যয় হবে ১২৭ কোটি ৯৬ লাখ টাকা।
বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমায় রোববার (১৩ আগস্ট) লিটারে ৫ টাকা কমিয়েছেন ব্যবসায়ীরা। সয়াবিন তেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।