র্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার চীনা নববর্ষ উৎসবে লস অ্যাঞ্জেলেস থেকে ১৩ কিলোমিটার দূরে মন্টেরি পার্কে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ১০ জন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টার পর এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চীনা নববর্ষ উপলক্ষে সেখানে দুই দিনের উৎসব চলছিল। ওই উৎসবে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছিল। কিন্তু স্থানীয় সময় রাত ১০টার দিকে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী।
জানা যায়, মন্টেরি পার্ক এলাকায় প্রায় ৬০ হাজার মানুষের বাস। যাদের অধিকাংশই এশীয় বংশোদ্ভূত। ধারণা করা হচ্ছে, এশীয়দের লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে।
এদিকে ঘটনার প্রথম দিকে গোলাগুলিতে কতজন গুলিবিদ্ধ হয়েছেন বা কেউ মারা গেছেন কি না তা নিয়ে সুস্পষ্ট তথ্য দিতে পারেনি ক্যালিফোর্নিয়া পুলিশ। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মন্টেরি পার্ক এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও পুলিশের গাড়ি দেখা যায়।