ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে শনিবার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন, যা তেহরান ও তাদের সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে।

খামেনি এদিন তেহরানে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বলেন, ‘আমাদের শত্রুরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইহুদি রাষ্ট্র, তাদের জানা উচিত ইরান, ইরানি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে তাদের অপতৎপরতার কঠিন ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

তিনি তার বক্তৃতায় ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামী গোষ্ঠী হামাসসহ তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটের কথা উল্লেখ করেন।

২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে।

ইরানপন্থী গোষ্ঠী এবং ইরাক ও সিরিয়া থেকেও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এই সংঘাতে জড়িয়ে পড়েছে। ইসরায়েলের ওপর হামাসের নজিরবিহীন হামলার পর প্রায় এক বছর ধরে হিজবুল্লাহ ও ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। ইসরায়েল ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর এই সংঘাতকে আরো বৃদ্ধি করে।
এ ছাড়া তেহরানের ১ অক্টোবরের হামলার প্রতিশোধ হিসেবে ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল।

ইরানের হামলা ছিল তেহরান সমর্থিত সশস্ত্র নেতাদের হত্যার প্রতিশোধ, যেখানে অন্তত চার সেনা নিহত হন। ইরানের দাবি অনুযায়ী, ইসরায়েলের পাল্টা হামলায় কিছু রাডার সিস্টেম সামান্য ক্ষতিগ্রস্ত হয় এবং একজন বেসামরিকও নিহত হন। নিজের বক্তৃতায় খামেনি নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সংগ্রাম কখনো ভুলে যাওয়া হবে না।

এদিকে ইরানকে ২৬ অক্টোবরের হামলার প্রতিক্রিয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে ইসরায়েল।

পাশাপাশি শুক্রবার যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণা দিয়েছে, যেখানে ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষাসহ ধ্বংসকারী ও দীর্ঘপাল্লার বি-৫২ বোমারু বিমান অন্তর্ভুক্ত রয়েছে। ইরানকে সতর্কবার্তা হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।
তবে খামেনি বলেন, ইরানি জাতিকে সামরিক, অস্ত্র ও রাজনৈতিক কার্যক্রমে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এর বেশি কিছু তিনি জানাননি।

এ ছাড়া ইরানের রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাঈনি শনিবার বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরান ‘দৃঢ়ভাবে’ প্রতিক্রিয়া জানাবে।

সংবাদ সংস্থা ফার্স অনুসারে, নাঈনি বলেন, ‘শত্রুরা যেন বোঝে, তারা যা চাইবে, তা করতে পারবে না; তাদের খারাপ কাজের কঠিন প্রতিশোধ অবশ্যই পাবে।’

More News...

সন্দেহভাজন ২৯ বাংলাদেশি আটক মণিপুরে সন্দেহভাজন ২৯ বাংলাদেশি আটক মণিপুরে

গাজায় আরও ৩৮ জন নিহত ইসরায়েলি হামলায়