ইউক্রেনের নতুন আক্রমণ কুরস্কে

ইউক্রেনের নতুন আক্রমণ কুরস্কে

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, কুরস্ক অঞ্চলে ইউক্রেন নতুন করে আক্রমণ শুরু করেছে। পাশাপাশি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনীয় আক্রমণকারী দলকে প্রতিহত করার চেষ্টা অব্যাহত রয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় কর্মকর্তারাও অভিযান চালানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

গত বছরের আগস্টে প্রথমবার ইউক্রেন কুরস্ক অঞ্চলে প্রবেশ করেছিল এবং উল্লেখযোগ্য অঞ্চল দখল করেছিল।

গত কয়েক মাসে রুশ বাহিনী সেখানে বড় অগ্রগতি করেছে, ইউক্রেনীয়দের পিছু হটতে বাধ্য করেছে, তবে তাদের পুরোপুরি অপসারণ করতে পারেনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে জানায়, ‘মস্কোর স্থানীয় সময় সকাল ৯টার দিকে কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর অগ্রযাত্রা থামাতে শত্রুরা দুটি ট্যাংক, একটি প্রতিবন্ধকতাবিরোধী যান এবং ১২টি সাঁজোয়া যুদ্ধযানের সমন্বয়ে আক্রমণ চালিয়েছে।’

অন্যদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ‘কুরস্ক অঞ্চল থেকে ভালো খবর আসছে’ এবং রাশিয়া ‘তার প্রাপ্য শাস্তি পাচ্ছে’।

এ ছাড়া অপপ্রচার মোকাবেলা বিষয়ক শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তার মতে, কুরস্কে রুশ বাহিনীর মধ্যে ‘বিপুল উদ্বেগ’ বিরাজ করছে।

কারণ বিভিন্ন দিক থেকে হামলা চালানো হয়েছে, যা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল।
এদিকে এখনো পরিষ্কার নয় যে এই আক্রমণটি যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনবে কি না। কিয়েভের বাহিনী জনবল সংকটে রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং পূর্ব ইউক্রেনের কিছু এলাকা রুশ বাহিনী দখলে নিয়েছে। এ ছাড়া গত নভেম্বরে ইউক্রেন দাবি করেছিল, তাদের সেনারা কুরস্ক অঞ্চলে উত্তর কোরীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

উত্তর কোরীয় সেনাদের উপস্থিতি আগস্টে ইউক্রেনীয় বাহিনীর একটি অপ্রত্যাশিত আক্রমণের পরপরই দেখা যায়, যারা রাশিয়ার ভেতরে প্রায় ৩০ কিলোমিটার অগ্রসর হয়েছিল। এরপর রাশিয়া সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় দুই লাখ মানুষকে সরিয়ে নেয় এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আক্রমণকে ‘বড় উসকানি’ হিসেবে আখ্যা দেন। দুই সপ্তাহ পর ইউক্রেনের শীর্ষ কমান্ডার দাবি করেন, তারা রাশিয়ার এক হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকা এবং ৯৩টি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। রাশিয়া কিছু এলাকা পুনর্দখল করতে পারলেও কুরস্ক অঞ্চলে এখনো ইউক্রেনীয় সেনারা অবস্থান করছে।